১। খোলা বাজারের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যেচাল ও আটা বিক্রি করা হয়।
২। খাদ্য শস্য ব্যাবসায়ীদের ফুড গ্রেইন লাইসেন্স প্রদান ও নবায়ন করা হয়।
৩। অভ্যান্তরীন সংগ্রহ কালীন ধান, চাল, গম সংগ্রহ করে গুদামে মজুদ করা হয়।
৪। কাবিখা,টিআর, জিআর, ভিজিিড, ভিজিএফ ইত্যাদি বিভিন্ন খাতে চাল ও গমের চাহিদাপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্তি স্বাপেক্ষে অত্র কার্যালয় হতে ডিও ইস্যু করা হয়। প্রকৃত ডিও ধারীগণ তা গ্রহণ পূর্বক ৬ ঘন্টার মধ্যে গুদাম হতে চাল গম বুঝে নিতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস